নামঃ- শ্রী সুভাষ চন্দ্র মোদক
পিতা- মৃত উত্তম নারায়ন মোদক
মাতা- যশোদা রাণী
গ্রাম- গোয়াইল বাড়ী
ডাকঘর- তালুকজামিরা
উপজেলা + জেলা- গাইবান্ধা।
মোবাইল নং- ০১৯১১-৫৩২৭৯৭
শিক্ষাগত যোগ্যতার বিবরণঃ-
ক্রঃ নং | পরীক্ষার নাম | পাশের বছর | বিভাগ/শ্রেণী | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
০১। | এস, এস, সি | ১৯৭৫ | দ্বিতীয় | রাজশাহী |
০২। | এইচ, এস, সি | ১৯৭৮ | তৃতীয় | রাজশাহী |
০৩। | ডিপ্লোমা-ইন-এনিম্যাল হেলথ এন্ড প্রোডাকশন | ২০১১ | প্রথম | কারিগরি শিক্ষাবোর্ড, ঢাকা। |
### বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখঃ- ০৭/০৩/১৯৮৫ খ্রিষ্টাব্দ।
### এখানে কি কি সেবা দেওয়া হয়ঃ-
১। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন করা হয়।
২। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর অধিক দুধ ও মাংস উৎপাদন করা হয় ।
৩। কৃষক ভাইদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
৪। গবাদি পশুকে মোটা-তাজাকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
৫। গবাদি পশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।
৬। হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।
৭। গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
৮। গবাদি পশুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
### কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের তারিখঃ- ০৫/১২/১৯৮৩ খ্রিষ্টাব্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS