Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৬ নং তালোড়া ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে গান্ধি ভিটা
Location
বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলাধীন ৬ নং তালোড়া ইউনিয়নের অন্তর্গত তালোড়া বাজারের পূর্বদিকে তালোড়া-দূর্গাপুর সড়কের পূর্ব ধারে অবস্থিত।
Transportation
দুপচাচিয়া উপজেলা সদর হতে পাকা রাস্তা দিয়ে রিক্সা/ভ্যান, ভটভটি, টেম্পু যোগে তালোড়া ইউনিয়নের অন্তর্গত তালোড়া বাজারের সন্নিকটে পূর্ব দিকে তালোড়া-দূর্গাপুর সড়কের পূর্ব ধারে অবস্থিত তালোড়া এলাকার প্রাচীনতম ঐতিহাসিক গান্ধি ভিটায় আসতে হবে। জন প্রতি ভাড়াঃ- ১০/- টাকা।
Details

 

 

 

 

 

 

 

 

উনবিংশ শতাব্দির প্রথমদিকে বগুড়া জেলার অন্তর্গত দুপচাঁচিয়া উপজেলার অধীনে তালোড়ায় মহাত্মা গান্ধী এসে ৮/১০ দিন অবস্থান করেন। তালোড়া তিন মাথা থেকে দূর্গাপুর সড়কের মাত্র ২ শত গজ দক্ষিনে রাস্তার পূর্ব পার্শ্বে চরকাই টোল (স্কুল) উদ্বোধন করেন। তাঁর টোলের জায়গাটিতে দেবদারু গাছ ছিল। কিন্তু বর্তমানে ভিটাটির বেশির ভাগই স্থানীয় লোকজন দখল করে নিয়েছেন। ছবিতে দেবদারু গাছ রয়েছে। এখন সেই গাছটি কেটে ফেলা হয়েছে।